• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৈয়দপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি

নীলফামারী প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৫:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারী সাংগঠনিক জেলা-২ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার বাংগালীপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

জাকের পার্টির বাংগালীপুর ইউনিয়ন সভাপতি মোকছেদুল সোনার মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী ২) এর সাংগঠনিক জেলার সভাপতি ইউপি চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী। নীলফামারী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মজিবুল হক, নীলফামারী সাংগঠনিক-২) জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমুসহ অনেকে। জনসভা শেষে একটি র‍্যালি বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনে মাদ্রাসা হতে চৌমুহনী বাজার পযন্ত সড়ক প্রদক্ষিণ করে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম