পাংশায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


রাজবাড়ীর পাংশায় জোরপূর্বক পৈত্রিক জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রবিউল মোল্লা ও তার পরিবার। রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সামছুদ্দিন মোল্লা, চুন্নু মোল্লা, সালাম মোল্লা, জাহানারা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
ভুক্তভোগী রবিউল মোল্লা জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৪ শতাংশ জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে তার ছোট চাচা বিল্লাল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে।
তিনি বলেন, “প্রথমে আমরা মামলায় রায় পেলেও পরে চাচা আপিল করে রায় নিজের পক্ষে নিয়ে আসে। পরে আমরা উক্ত রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করি। বর্তমানে এ বিষয়ে হাইকোর্টে আপিল মোকর্দ্দমাটি বিচারাধীন রয়েছে। এর মধ্যেই সে জোরপূর্বক আমাদের জমির গাছ কেটে ফেলেছে এবং বসতঘর ভেঙে ফেলেছে।”
তিনি আরও দাবি করেন, “আমরা যেহেতু আইনের আশ্রয় নিয়েছি, তাই মামলার রায় না হওয়া পর্যন্ত যেন সে অপেক্ষা করে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে।”
অভিযুক্ত বিল্লাল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, “তাদের অভিযোগ মিথ্যা। জমির রায় আদালতে আমার পক্ষেই হয়েছে। তারা যদি হাইকোর্ট থেকে রায় এনে দেখাতে পারে, তাহলে আমি জমি ছেড়ে দেবো।”
তিনি আরও বলেন, “অনেকদিন ধরে ওরা আমার জমি দখল করে রেখেছিল। আদালতের রায় আমার পক্ষে আসার পর আমি জমিতে যাই।”
মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন থাকায় ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সঠিক বিচার দাবি করেছেন।
ভিওডি বাংলা/ এমএইচ