• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে কোটি টাকার মুল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৫:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া মিরপুর উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে  ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)  ২১০৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩৯০৮ বোতল স্টার ফ্রুট স্রাপ আটক করেছে । আটককৃত মালামালের মূল্য  (এক কোটি বিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশত) টাকা।

লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দিকনির্দেশনায়। গত ১৮ অক্টোবর রাতে  কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন শুড়শুড়ী বাজারে তিনটি গোডাউনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, ও জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে। ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে ২১০৬৫ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন এবং ৩৯০৮ বোতল স্টার ফ্রুট স্রাপ জব্দ করা হয় । জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায়  (এক কোটি বিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশত) টাকা।

মিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ায় জমা করা হয়েছে।  অবৈধ ফ্রুট স্রাপ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কুষ্টিয়া -৪৭ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, বিষয়টি নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও যে কোন পরিস্থিতিতে জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ
জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ