ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া


ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেকটা একদমই ভালো হলো না শুবমান গিলের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচেই ধসে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। ২২৪ দিন পর জাতীয় দলে ফিরে রান পেলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিজেও ব্যর্থ নতুন অধিনায়ক গিল। অল্প রানে গুটিয়ে গিয়ে ভারত বোলিংয়েও সুবিধা করতে পারেনি।
বৃষ্টিতে চারবার বন্ধ হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ৫০ ওভারের বদলে ২৬ ওভারে নেমে আসে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ৯ উইকেটে তোলে মাত্র ১৩৬ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩১। ২১.১ ওভারেই ৭ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
রোববার পার্থের আকাশ ছিল ঘন মেঘে ঢাকা, যা টসে বাড়তি গুরুত্ব এনে দেয়। কিন্তু টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয় ভারতকে। শুরু থেকেই ধুঁকছিলেন রোহিত শর্মা। মাত্র ৮ রান করে জশ হেজলউডের বলে স্লিপে ধরা পড়েন তিনি।
বিরাট কোহলিও ফিরলেন শূন্য রানে। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিচেল স্টার্কের শিকার হন তিনি। কুপার কোনোলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
দুই উইকেট পতনের পর বৃষ্টি বাধা দেয়। বিরতির পর মাঠে নেমেই ফেরেন অধিনায়ক গিল—লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। একইভাবে আউট হন শ্রেয়াস আইয়ারও। ৪ উইকেট হারানোর পর আবারও বৃষ্টি নামলে খেলা ৩২ ওভারে নেমে আসে, পরে তা কমে দাঁড়ায় ২৬ ওভারে।
ওভার কমে যাওয়ায় চাপে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন। শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েন অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। অক্ষর করেন ৩১, রাহুল ৩৮ রান। নীতীশ রেড্ডি ১৯ রান করে দলকে ১৩৬ রানে পৌঁছে দেন। তবে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের স্কোর ধরা হয় ১৩০।
১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই অর্শদীপ সিংয়ের বলে আউট হন ট্রাভিস হেড। ম্যাথু শর্টকেও ফেরান অক্ষর প্যাটেল। তবে এরপর দায়িত্ব নেন অধিনায়ক মিচেল মার্শ।
জশ ফিলিপ (৩৭) আউট হলেও মার্শ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
সংক্ষীপ্ত স্কোর: ভারত: ২৬ ওভারে ১৩৬/৯ (রাহুল ৩৮, অক্ষর ৩১, রেড্ডি ১৯*; হ্যাজলউড ২/২০, ওয়েন ২/২০, কুনেমান ২/২৬)।
অস্ট্রেলিয়া: ২১.১ ওভারে ১৩১/৩ (মার্শ ৪৬*, ফিলিপে ৩৭, রেনশ ২১*; সুন্দর ১/১৪)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী (ডিএলএস)।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল মার্শ
ভিওডি বাংলা/ আরিফ