নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার


নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন—বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আফজাল খান সুমন (৪২), ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারি নয়ন (৪৩) এবং নাটোর এন এস সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীব (২৩)।
উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন।’
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভিওডি বাংলা/ আরিফ