• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে: সারজিস

রংপুর প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের সকল রাজনৈতিক দল জুলাই সনদের আইনগত ভিত্তি চায়। এনসিপিও জুলাই সনদের আইনগত ভিত্তি চায়। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদের কিছু ব্যাপারে দ্বিমত আছে। তারপরও রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। রাজনৈতিক দলগুলোর দায়সারা স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা নগরীর হোটেল তিলোত্তমায় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা ও মহানগরে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং জুলাই আন্দোলন ও গণহত্যার বিচার না করে যদি কোনভাবে অন্তর্বর্তী সরকার যদি শুধু একমুখী চিন্তা থেকে দায়সারা নির্বাচন করতে চায়, তাহলে সবার আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মুখোমুখি হতে হবে অন্তবর্তী সরকারকে। এতে কোন রাজনৈতিক দল লাগবে না। যেভাবে রাজনৈতিক দল ছাড়াই শেখ হাসিনা সরকারকে ছাত্রজনতা মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে, তেমনি এই অন্তবর্তী সরকারকেও রাজনৈতিক দল ছাড়াই মুখোমুখি করবে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ও সিরিজ আকারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অবশ্যই কালপিটের চক্রান্তের অংশ। সিরিজ আকারে গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অথচ এসব গুরুত্বপূর্ণ স্থানে ঘটার কোন সুযোগ নেই। ফ্যাসিস্টের অনেকেই অডিও এবং ভিডিওতে যুক্ত থেকে এসব ঘটনা ঘটাতে নিদের্শনা দিচ্ছে। যার কারণে এসব ঘটছে। তাই অন্তবর্তী সরকারকে এ ব্যাপারে শক্তভাবে দেখতে চাই।

সারজিস বলেন, কঠোরভাবে এসব দমনে উদ্যোগ নেওয়ার আহবান জানাই। তাহলে আগামী নির্বাচনে মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আস্থা পাবে। সাংবাদিকের প্রশ্নের এক জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নামে কিংবা নৌকা মার্কায় কোন রাজনীতি এ দেশে আর থাকবে না।

এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আইনজ্ঞদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন শাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশনের কোন আইনগত বাধা নেই। তারপরও তারা শাপলা প্রতীক না দিয়ে শুধু টালবাহনা করছেন। শাপলা প্রতিকের জন্য এনসিপি অনড়। এই শাপলা প্রতিক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশ নিবে। না হলে রাজপথেই এর ফয়সালা হবে।

রাজনীতির অস্থিত্ব প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের মানুষকে মুক্তি দিতে জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দল এনসিপি। তাই এ দেশের মানুষের জুলাই আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিকে দেখেছে। যতদিন এই জুলাই আকঙ্ক্ষা মানুষের মাঝে থাকবে, ততদিন এনসিপির রাজনীতি এদেশের জন্য প্রাসঙ্গিক।

এর আগে সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা ও মহানগরে সমন্বয় সভায় বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও রংপুর জেলা-মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের বার্তা নিয়ে কয়রায় আনোয়ার আলদীন
তারেক রহমানের বার্তা নিয়ে কয়রায় আনোয়ার আলদীন
বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা
বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা
শহীদ তায়িমের স্বজনদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
শহীদ তায়িমের স্বজনদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’