• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে পাপ্পুর বেড়িবাঁধ পরিদর্শন ও লিফলেট বিতরণে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০২:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া পয়েন্টে ধ্বসে পড়া এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে বেড়িবাঁধ ভাঙ্গন এলাকাটি পরিদর্শনকালে উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় ধ্বসে পড়া বেড়িবাঁধটি দ্রুত সংস্কার ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

মিশকাতুল ইসলাম পাপ্পা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী ও স্বপ্ন ছিল স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা। সাম্প্রতিক ৩ কোটির অধিক অর্থ ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও নানা অনিয়মের কারণে উপকূলের মানুষের দীর্ঘ স্বপ্নের যথাযথ প্রতিফলন হয়নি। নির্মাণের কয়েকবছর যেতে না যেতেই সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে স্বপ্নের বেড়িবাঁধ। এরইমধ্যে প্রেমাশিয়া পয়েন্টে বেড়িবাঁধটির কয়েকশ মিটার অংশ ব্লকসহ সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে খানখানাবাদসহ উপকূলীয় অঞ্চলের হাজার হাজার পরিবারের মানুষ। এসময় তিনি বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া বাজার সংলগ্ন বেড়িবাঁধ পয়েন্টের ভাংগন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন ও স্থানীয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন। 
 
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সবুর, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ শহিদুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহেদুল হক জাহেদ, খানখানাবাদ ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক গিয়াস কামাল চৌধুরী, শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসেম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজ মুজিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদ হাসান, সদস্য সচিব জিলহাজ আল হাসান, ইউপি সদস্য নুরুল হক, রুহুল আমীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুন্দ্বীপাড়া রায়ছটা প্রেমাশিয়া সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদল নেতা মিনার, সরওয়ারসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ
জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ