পাংশায় ইমামদের সাথে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়


রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ হারুন।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় পাংশা উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা পৌর বিএনপি’র সভাপতি মোঃ বাহারাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ চাঁদ আলী খান।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য ও প্রধান আলোচনায় ছিলেন, রাজবাড়ী-২ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ হারুন।
তিনি বলেন, "আমরা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি। আমাদের দলের যে নেতা তিনিও কিন্তু আপনাদের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কাজেই আপনারা আমাদের নেতারও নেতা। আমাদের দেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। এই বাস্তবতায় ইমামদের রাষ্ট্রীয়ভাবে বেতন-ভাতা প্রদান করা উচিত। সমাজে আপনারা সম্মানিত স্থান দখল করে আছেন, আপনাদের মর্যাদা নিশ্চিত করতেই হবে।”
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, মো. হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হোসেন মন্ডল, মো. মফিজুল ইসলাম, পাংশা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুল আলম (সোহরাব)সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হোগলাডাঙ্গী কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অব.) মীর আব্দুল বাতেন, পাংশা শাহজুঁই কামিল, মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খন্দকার মাহবুবুর রহমান, পাংশা উপজেলা মসজিদের ইমাম মো. রুস্তম আলী, পুঁইজোর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, মুছিদহ বনগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাদের, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফর রহমান।
এছাড়া উপস্থিত ইমামদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পাংশা উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পাংশা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আলীমুজ্জামান, বাগমারা জামে মসজিদের ইমাম মো. রিয়াজুল ইসলাম, মাছপাড়া রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম হাফেজ সাজ্জাদ হোসেন ও মুফতি নাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক মূল্যবোধ ও ইমামদের মর্যাদা প্রতিষ্ঠার কথা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য ও সবাইকে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, পাংশা উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক মো. সেলিম মাহমুদ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম।
মতবিনিময় সভায় বক্তারা ইসলাম, দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে পারস্পরিক সহযোগিতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ এমএইচ