• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ের আনন্দে মরক্কো

স্পোর্টস ডেস্ক    ২০ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পি.এম.
আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা জিতেছে মরক্কো। সংগৃহীত ছবি

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফুটবলে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই বয়সভিত্তিক বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। মরক্কোর ফুটবল ইতিহাসে এটি যেকোনো বয়সভিত্তিক পর্যায়ে প্রথম বিশ্বকাপ জয়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও মরক্কোর দুর্দান্ত পারফরম্যান্সে তা গুঁড়িয়ে যায়। পর্তুগালের শীর্ষ লিগ ক্লাব এফসি ফামালিকাওয়ের ফুটবলার ইয়াসির জাবিরি প্রথমার্ধেই দুটি গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত সেই লিডই মরক্কোর ইতিহাস গড়ার জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

ফাইনালে মরক্কোর কাছে হারের পর আর্জেন্টাইনদের কান্না।

নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে মরক্কো। শেষ ম্যাচে পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ এক অভিযানের সমাপ্তি ঘটায় তারা। ২০০৯ সালের পর এই প্রথম কোনো আফ্রিকান দেশ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ট্রফি জিতল।

এর আগে মরক্কোর সিনিয়র দলও আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছিল। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তারা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে, যদিও শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়। ইতোমধ্যেই তারা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিটও।

অন্যদিকে, আর্জেন্টিনা ফাইনালে খেলেছে তাদের দুই মূল তারকা — বায়ার লেভারকুসেনের ক্লদিও এচেভেরি ও রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানুয়ানো — কে ছাড়াই। তবুও দলটি টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। উল্লেখ্য, আর্জেন্টিনার সিনিয়র দল বর্তমানে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং আসন্ন আসরেও তারা অংশ নেবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিকের দিনে ইতিহাস ছুঁলেন মেসি
হ্যাটট্রিকের দিনে ইতিহাস ছুঁলেন মেসি
নতুন টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম
নতুন টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম
র‍্যাংকিংয়ে সুখবর আর্জেন্টিনার, দুঃসংবাদ ব্রাজিলের জন্য
র‍্যাংকিংয়ে সুখবর আর্জেন্টিনার, দুঃসংবাদ ব্রাজিলের জন্য