• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

গৌরীপুর প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টবোর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “জোবায়েদ হোসেনকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং খুনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই।”

বক্তারা আরও বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র ও শিক্ষাঙ্গনে ন্যায়বিচারের আন্দোলনে ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান—দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।”

প্রতিবাদ সমাবেশে গৌরীপুর উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
সিরাজগঞ্জে মানবপাচার মামলায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে মানবপাচার মামলায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড