• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের বার্তা নিয়ে কয়রায় আনোয়ার আলদীন

খুলনা প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পি.এম.
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন। ছবি-সংগৃহীত

খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার ঘুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা জানাচ্ছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন। তিনি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। 

গত কয়েক মাস ধরে তিনি দলীয় হাজার হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দুই উপজেলার ইউনিয়ন ও গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। কখনও হাটে-বাজারে, কখনও চায়ের আড্ডায়, আবার কখনও স্কুল-মাদ্রাসা প্রাঙ্গণে মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। জানাচ্ছেন, বিএনপি’র ‘৩১ দফা’ বাস্তবায়নের মাধ্যমে কেমন হবে আগামীর বাংলাদেশ।

রোববার বিকালে কয়রা বাজারে আনোয়ার আলদীন বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করেন। শত শত মানুষ তাঁকে ঘিরে ধরে শুভেচ্ছা জানান। সাধারণ মানুষের উদ্দেশ্যে আনোয়ার আলদীন বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে। দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, কয়রা ও পাইকগাছার মানুষের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। তারা চায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানিমুক্ত সমাজ। আমি সেই পরিবর্তনের পথে মানুষের পাশে থাকতে চাই, তাদের স্বপ্নের কয়রা গড়তে কাজ করব। পরে তিনি কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান বলেন, তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন-মানুষের দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। কয়রা ও পাইকগাছার প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে বিএনপি’র ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়।

আনোয়ার আলদীন বলেন, শুধু সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে দল। তাই সব প্রকার বিরোধ ও প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ কয়রা ও পাইকগাছায় সন্ত্রাস ও দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। এখন কয়রাবাসী সেই দুঃশাসনের অবসান চায়।
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আনোয়ার আলদীন বলেন, বিএনপি ক্ষমতায় এলে কয়রা ও পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হবে, সুন্দরবনকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার জরাজীর্ণ অবস্থা সংস্কার করা হবে।

সন্ধ্যায় কয়রার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আনোয়ার আলদীন। সেখানে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ চালু ছিল। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণের আকাক্সক্ষা পূরণের লক্ষ্যে কাজ করবে। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে কয়রার মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব।

আনোয়ার আলদীনের এসফরে তাঁর সঙ্গে ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোমরেজুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু ও আবু সাঈদ বিশ্বাস, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ আবদুল মজিদসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এর আগে, কয়রায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেসক্লাব পরিদর্শন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা
বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা
শহীদ তায়িমের স্বজনদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
শহীদ তায়িমের স্বজনদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন:  মির্জা ফখরুল
রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন: মির্জা ফখরুল