• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুবায়েদ হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কিছু সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তাদের "আমার ভাই কবরে খুনি কেন বাহিরে; জুবাইদ হত্যার ফাঁসি চাই; উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে;  শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না; রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে; ছাত্রদল সজাগ রবে, ষড়যন্ত্র রুখে দেবে; বিচার বিচার বিচার চাই, খুনিদের বিচার চাই" ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। 

এসময় তারা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানায়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে একটি মহল হত্যা করেছে। টিউশন করাতে গিয়ে এই ঘটানা ঘটে। যদিও সেই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে এজন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আরো দু'জন খুনি ছিল যাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমরা আশা করছি পুলিশ প্রশাসন অতি দ্রুত তাদের গ্রেফতার করতে সক্ষম হবে।

এছাড়াও তিনি ইবি শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ খুনিদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার ও বিচারের দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তবু আপনার কাছে মাথা নত করব....
তবু আপনার কাছে মাথা নত করব....
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত
ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত