• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পি.এম.
তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

সোমবার (২০ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তথ্য উপদেষ্টা বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনও ধরনের অনিশ্চয়তা নেই।”

তিনি আরও বলেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে কোনও গণমাধ্যমে হস্তক্ষেপ করা হয় না। দেশের গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক।”

এ সময় জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!
এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক