দাঁড়িপাল্লায় ভোট দিতে দেশের মানুষ এবার প্রস্তুত: গোলাম পরওয়ার


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারা দেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে, তা সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে। জামায়াতে ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।
সোমবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গোলাম পরওয়ার উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। একটি পক্ষ গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের বা জমি দখল করে না, বালু উত্তোলনও করে না। ক্ষমতায় এলে দেশে বেকারত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না।”
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সরকারের শাসন দেখেছি—আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর, এরশাদ ৯ বছর এবং সামরিক শাসন প্রায় এক দশক। এই সময়ের কোনো সরকারই দুর্নীতি থেকে মুক্ত ছিল না। শুধু জামায়াতে ইসলামী এখনো কলঙ্কমুক্ত।
অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, “১৯৭৯ সালের পর দেশে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, জামায়াত সবেই অংশ নিয়েছে। শাসক নয়, সেবক হিসেবে আমরা দেশের মানুষের পাশে থাকব। গ্রাম-গঞ্জে দাঁড়িপাল্লার ঢল নেমেছে। রিকশাওয়ালা, ভ্যানচালক, টেম্পুচালক- সবাই বলছে এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে।”
তিনি অভিযোগ করেন, লাখ লাখ মানুষ খুন হয়েছেন, মিথ্যা মামলায় বহু মানুষ জেলে গেছেন। জামায়াত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে থাকবে না কোনো নির্যাতন বা জুলুম।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক।
সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. মফিদুল্লাহ, এবং উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ভিওডি বাংলা/ আরিফ