• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থাইল্যান্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সই মূল লক্ষ্য: পিটার বাটলার

   ২০ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পি.এম.
নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও কোচ পিটার বাটলার। সংগৃহীত ছবি

আগামী বছরের মার্চে এশিয়ান কাপ নারী ফুটবলের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে নিবিড় অনুশীলন ও ফিফা প্রীতি ম্যাচ খেলবে দলটি। বাংলাদেশ নারী দল ২৪ ও ২৭ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে ঢাকা থেকে মঙ্গলবার সকালে যাত্রা করছে।

দলের কোচ পিটার বাটলার বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সই মূল লক্ষ্য। তিনি বলেন, ‘হার বা জয়ের মানসিকতা নয়। এই ধরণের ম্যাচ থেকে আমরা কী পেতে চাই, তা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং আন্তর্জাতিক পর্যায়ে মেয়েদের পারফরম্যান্স দেখানো।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩ ও বাংলাদেশ ১০৪ নম্বরে অবস্থান করছে। বাটলার মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে দল আরও ঝালিয়ে উঠবে।

বাংলাদেশ দল সম্প্রতি চট্টগ্রামে তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছে। কোচ বাটলার বলেছেন, ‘দীর্ঘ ক্যাম্প সহজ নয়, তবে এটি খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়াবে। শেষ মুহূর্তে যোগ দেওয়া নয়জনও দলের সাথে মানিয়ে নিতে পারছে।’

দলের অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, ‘চট্টগ্রামে ভালো অনুশীলন হয়েছে। আশা করছি থাইল্যান্ডে ভালো খেলতে পারব।’

বাংলাদেশ নারী ফুটবল দল:
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেহলা মারমা, শাহেদা আক্তার, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিকের দিনে ইতিহাস ছুঁলেন মেসি
হ্যাটট্রিকের দিনে ইতিহাস ছুঁলেন মেসি
নতুন টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম
নতুন টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম
র‍্যাংকিংয়ে সুখবর আর্জেন্টিনার, দুঃসংবাদ ব্রাজিলের জন্য
র‍্যাংকিংয়ে সুখবর আর্জেন্টিনার, দুঃসংবাদ ব্রাজিলের জন্য