• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে আইন অমান্য করায় অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কারখানার উৎপাদিত সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার প্রতিবেদন না আসা পর্যন্ত কারখানাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীনে তিনি প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান এবং পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার খানখাপুর ইউনিয়নের ডিগ্রীচর চাঁদপুর এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন ‘মেসার্স আমিন এগ্রো ফার্ম লিমিটেড’ ও ‘মেসার্স অর্ণব ফার্টিলাইজার’ নামে দুটি জৈব সার কারখানা স্থাপন করেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এসব কারখানা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ ঘটছে। এ নিয়ে তারা রাজবাড়ী উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও প্রাণিসম্পদ দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর তদন্ত করে গত ১০ এপ্রিল প্রতিবেদন দাখিল করে। সেখানে প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে উৎপাদন কার্যক্রম চালানোর বিষয়টি উঠে আসে।
এরপর ৭ জুলাই অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শুনানি শেষে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা এবং কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

তবে মালিকপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে শর্তসাপেক্ষে উৎপাদনের অনুমতি নেয়। অভিযোগ রয়েছে, তারা নিম্নমানের উপকরণ ব্যবহার এবং শর্ত ভঙ্গ করে উৎপাদন অব্যাহত রাখে।

ইউএনও মারিয়া হক বলেন, “শর্ত অনুযায়ী তিন মাস অন্তর কারখানা পরিদর্শনের কথা ছিল। পরিদর্শনে গিয়ে দেখি খোলা জায়গায় সারের স্তুপ রাখা হয়েছে এবং উৎপাদন প্রক্রিয়ায় শর্ত ভঙ্গ করা হয়েছে। এজন্য জরিমানা করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে এসআরডিআই ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

 
ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ
জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ
সিরাজগঞ্জে মানবপাচার মামলায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে মানবপাচার মামলায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড