• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিয়ানমারে জান্তা বাহিনীর লে কা কাও পুনর্দখল

আন্তর্জাতিক ডেস্ক    ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পি.এম.
মিয়ানমারের জান্তা বাহিনী। সংগৃহীত ছবি

মিয়ানমারের জান্তা বাহিনী কারেন রাজ্যের লে কা কাও শহর ও কৌশলগত পাহাড়চূড়া সওয়ে তও গোন পুনর্দখল করেছে। কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) যোদ্ধারা পাহাড়চূড়া থেকে সরে গেলে জান্তা বাহিনী পুরো এলাকা দখল করে। এখন শহর, পাহাড়চূড়া ও পার্কসহ অধিকাংশ এলাকা সেনার নিয়ন্ত্রণে রয়েছে।

গত কয়েক সপ্তাহে জান্তা বাহিনী কারেন বর্ডার গার্ড ফোর্স, বিমান হামলা, কামান এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে শহরের পশ্চিমাংশে ব্যাপক অভিযান চালিয়েছে। মিনলেটপান গ্রামে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, যেখানে প্রতিরোধযোদ্ধারা জান্তা বাহিনীর অগ্রগতি ঠেকানোর চেষ্টা করছে।

লে কা কাও শহরটি ২০১৫ সালে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের অভ্যুত্থানের পর রাজনৈতিক ভিন্নমতাবলম্বীরা এখানে আশ্রয় নেন, যা জান্তা বাহিনীর টার্গেট হয়ে ওঠে।

মানবিক ত্রাণকর্মীরা জানিয়েছেন, প্রায় ৩ হাজার মানুষ থাই সীমান্তের মই নদীর কাছে অস্থায়ী আশ্রয় নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লে কা কাও পুনর্দখল করে জান্তা বাহিনী তাদের নির্বাচনি লক্ষ্য পূরণ করেছে, তবে বাসিন্দারা এখনো বাস্তুচ্যুত অবস্থায় থাকায় সেখানে ভোট আয়োজনের বিষয় অজানা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় বিমান হামলা ইসরায়েলের
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় বিমান হামলা ইসরায়েলের
ব্রাজিলের পারনামবুকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৫
ব্রাজিলের পারনামবুকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৫
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০