• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়ার তেল বন্ধ না করলে ভারতকে “বিশাল শুল্ক”: ট্রাম্পের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক    ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি

রাশিয়ার তেল কিনা বন্ধ না করলে ভারতের ওপর “ব্যাপক শুল্ক” আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তিনি বলেন, “তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ার তেল নিয়ে আর কিছু করছি না’। কিন্তু যদি তারা এটি চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।”

যুক্তরাষ্ট্রের এ হুঁশিয়ারির পরও ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে, এ ঘোষণার প্রেক্ষিতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার টানাপোড়েন আরও বেড়েছে।

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এই ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে।

এর আগে আগস্টে ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্কহার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছিলেন। এই শুল্ক টেক্সটাইল, ওষুধসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি বারবার জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না হলে এসব শুল্ক বজায় থাকবে বা আরও বাড়ানো হবে।

এতদূর পর্যন্ত, ভারতের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যের ওপর কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরও ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে রয়ে গেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ডিটেনশন থেকে মুক্তি পেলেন মাসুমা খান
যুক্তরাষ্ট্রের ডিটেনশন থেকে মুক্তি পেলেন মাসুমা খান
৪০ হাজার ফ্রি ইউরোপ ট্রিপ ১৮ বছরের তরুণদের
৪০ হাজার ফ্রি ইউরোপ ট্রিপ ১৮ বছরের তরুণদের
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা