জোবায়েদ হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল


বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০অক্টোবর) বিকেলে শিবচর উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
এ সময় বক্তারা ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। তানাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
শিবচর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, যুগ্ম-আহ্বায়ক নাইম গোমস্তা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাঁধন খান,যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ খানসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্যস ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের একটি বাসায় টিউশনি করাতেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন,ঘটনা শোনামাত্রই আমি সেখানে গিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে।
এ ঘটনায় যোবায়েদের ছাত্রী ও ছাত্রীর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ