• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জোবায়েদ হত্যায় আটক ৩ : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পি.এম.
নিহত জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন। সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যা মামলায় তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজনকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই প্রকাশ করছি না। আগামীকাল সকালে বিস্তারিত জানানো হবে।”

অভিযুক্ত মাহির রহমানকে থানায় তার মায়ের হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। কাল সকালে বিস্তারিত জানানো হবে।”

এর আগে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনিতে যাওয়ার সময় বাসার নিচে ছুরিকাঘাতের শিকার হন জোবায়েদ। আহত অবস্থায় তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একইসঙ্গে তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারকেয়ারের সামনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
এভারকেয়ারের সামনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঘুড়ি আটকে পড়ায় সাময়িক বন্ধ ঢাকা মেট্রোরেল
ঘুড়ি আটকে পড়ায় সাময়িক বন্ধ ঢাকা মেট্রোরেল
ঢাকায় নামল শীতের আমেজ, তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রিতে
ঢাকায় নামল শীতের আমেজ, তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রিতে