• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীর মোহাম্মদপুরে ৩২টি তাজা ককটেলসহ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৩২টি তাজা ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছেন ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ পিএসসি।

তিনি জানান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক চারজন হলেন রিয়াজ (২৬), শিশু, শুভ (৩৩) ও মান্নান (২৮)। তাদের মধ্যে মান্নান ‘পিচ্চি রাজা’ নামের এক ব্যক্তির ক্যাশিয়ার বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয়। প্রথম দফায় সাতটি ধারালো অস্ত্র ও তিনটি স্প্রিন্টারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে আবারও জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়।

সেখান থেকে ৩২টি ককটেল, বিপুল পরিমাণ গানপাউডার, মার্বেল পাথর ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ব্লেন্ডার মেশিনে গানপাউডার ও মার্বেল পাথর মিশিয়ে এসব ককটেল তৈরি করা হতো।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকায় হঠাৎ দুই বাসে আগুন
ঢাকায় হঠাৎ দুই বাসে আগুন
মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল
মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল