• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাকৃবিতে ‘বেগম খালেদা জিয়া’ নামে নতুন ছাত্রী হলের উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ১০:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে নবনির্মিত ‘বেগম খালেদা জিয়া হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রী হল হিসেবে যাত্রা শুরু করল।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নতুন হলের কমনরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে উপাচার্যকে স্বাগত জানান। পরে ‘বেগম খালেদা জিয়া হল’-এর ফলক উন্মোচন ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন হলের একটি ব্লকের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫০ জন ছাত্রীকে ৪৪টি রুমে আবাসন দেওয়া হয়েছে। সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে হলটির ধারণক্ষমতা হবে ১ হাজার ২০০ জন। এ সংযোজনের মাধ্যমে বাকৃবির আবাসিক হলের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি।

সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের বলেন, “এই হলটি অনন্য—এর নামের কারণেই। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৬০ শতাংশ ছাত্রী এবং ৪০ শতাংশ ছাত্র রয়েছে। মেয়েরা এগিয়ে আসছে, এই হলে থেকে তারা আরও ভালোভাবে নিজেদের গড়ে তুলবে, সেটাই আমাদের প্রত্যাশা।”

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়া একটি অনুকরণীয় নাম, একটি প্রতীক। তার নামে আমাদের এই নতুন হল উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। এই হলের নৈসর্গিক সৌন্দর্য এবং পরিবেশ একে অন্য হলগুলোর চেয়ে বিশেষ করে তুলেছে। যারা এখানে সিট পেয়েছ, তারা নিঃসন্দেহে ভাগ্যবান।”

তিনি আরও বলেন, “এই হলে কোনো হিটার চলবে না, শতভাগ ছাত্রী ডাইনিংয়ে খাবেন। ডাইনিংয়ের খাবার ভালো না হলে আমরা পদক্ষেপ নেব, তোমরাও মতামত দেবে। খুব শিগগিরই এখানে ব্যাডমিন্টন কোর্টের ব্যবস্থা করা হবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুবায়েদ হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ
জুবায়েদ হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ
জবি শিক্ষার্থী খুনের ঘটনায় মিললো চাঞ্চল্যকর তথ্য
জবি শিক্ষার্থী খুনের ঘটনায় মিললো চাঞ্চল্যকর তথ্য
ইবি কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রস্তুত
ইবি কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রস্তুত