• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউএস-বাংলার বহরে তৃতীয় এয়ারবাস, এয়ারক্রাফট এখন ২৫

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ১০:৪১ এ.এম.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার তৃতীয় এয়ারবাস এ-৩৩০-৩০০ অবতরণ করছে-ছবি সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস এ-৩৩০-৩০০। স্পেনের ট্যুরেল থেকে বিমানটি মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৪৩৬ আসন বিশিষ্ট নতুন এয়ারবাসটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই বিমান যুক্ত হওয়ার মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ।

বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ-৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০ বিমান। বহরের আকারে ইউএস-বাংলা এখন দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স হিসেবে অবস্থান করছে।

নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় দুইদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
পাবনায় দুইদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
ইউএনডিপি প্রতিনিধিদলের ১৪ প্রস্তাবনা
ইউএনডিপি প্রতিনিধিদলের ১৪ প্রস্তাবনা