• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সব আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যা মামলায় তিনজনকে আসামি করে ঘটনার তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে। মামলার সব আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নামীয় আসামি হলেন- মাহীর রহমান, বার্জিস শাবনাম বর্ষা ও ফারদিন আহম্মেদ আয়লান। এছাড়া আরও অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশন করতেন জুবায়েদ। ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বংশাল থানাধীন নুর বক্স লেনের রৌশান ভিলায় ছাত্রী বর্ষাকে পড়াতে যান। একই দিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বর্ষা জুবায়েদের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারে জানায়, “জোবায়েদ স্যার খুন হয়ে গেছে, কে বা কারা খুন করেছে জানি না।”

রাত ৭টার দিকে জবি শিক্ষার্থী কামরুল হাসানের মাধ্যমে খবর পেয়ে সৈকত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ভবনের তৃতীয় তলার পূর্ব পাশের সিঁড়িতে জুবায়েদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বাদী এনায়েত হোসেন সৈকত বলেন, “পরিবারের সঙ্গে পরামর্শ করেই মামলা করেছি। মানসিকভাবে আমরা ভেঙে পড়েছিলাম বলে একদিন দেরি হয়েছে। প্রকৃত আসামিদের নামই আমরা দিয়েছি- যেন কোনো নির্দোষ মানুষ অভিযুক্ত না হয়।”

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মামলার সব আসামিকে আটক করা হয়েছে। এখন তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজই আদালতে তোলা হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুবায়েদ হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ
জুবায়েদ হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ
জবি শিক্ষার্থী খুনের ঘটনায় মিললো চাঞ্চল্যকর তথ্য
জবি শিক্ষার্থী খুনের ঘটনায় মিললো চাঞ্চল্যকর তথ্য
ইবি কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রস্তুত
ইবি কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রস্তুত