• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুরে আওয়ামী লীগের চন্দন কুমার পালের জামিন বাতিল

শেরপুর প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০১:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট চন্দন কুমার পালের জামিন বাতিল করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে মুক্ত আসামি চন্দন কুমার পালের পক্ষে করা সময়ের আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া। এ সময়, আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মান্নান।

অপরদিকে, দুপুরে আদালত চত্বরে চন্দন পালের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জুলাই শহীদ পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও এনসিপি। আওয়ামী লীগ নেতা চন্দন পালের গোপন জামিন কাণ্ডে বিচারক ও পিপির অপসারণসহ ৭ দফা দাবিতে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং হতাহত পরিবারের সদস্যরা আদালত অঙ্গনে বিক্ষোভ প্রদর্শনসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এ সময় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাহমুদ হাসান রাকিব, এনসিপি নেতা রাশেদুল হাসান দেওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শাহানুর রহমান সায়েমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উচ্চ আদালত থেকে এবং সর্বশেষ আরো একটি মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান।

এই খবর জানাজানি হলে, জেলার রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরবর্তীতে, একই দিন বিকেলে চন্দন পালের দেশ ত্যাগের আশঙ্কায় তার পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য বিশেষ আবেদন করেন রাষ্ট্রপক্ষের পিপি। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬২ জনের কারাদণ্ড
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬২ জনের কারাদণ্ড
রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড