কুষ্টিয়ায় ছাত্রদল নেতা হত্যার জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল


কুষ্টিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে নৃশংস ভাবে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদে মানববন্ধনও বিক্ষোভ করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে কুষ্টিয়া পলিটেকনিক কলেজের সামনে এসে শেষ হয় বিক্ষোভ কর্মসূচি । এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্রদল নেতা জুবাইদ হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন ছাত্রদলের নেতারা।
এ সময় তারা ,সরকারের কাছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তার জোর দাবি জানান। বিক্ষোভে জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ পলিটেকনিক ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ