ভাঙ্গুড়ায় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে ছাগল বিতরণ


পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত খান মরিচ ইউপি'র নৃ-গোষ্ঠী সম্প্রদায় সুফলভোগী পাঁচ পরিবারের সদস্যের মধ্যে বিনামূল্যে ছাগল ও প্রতিপালনের ঘর নির্মাণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় ভাঙ্গুড়া উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণি সম্পদ অফিসার জনাব ডাঃ রুমানা আক্তার রোমি'র সভাপতিত্বে এবং উপজেলা প্রাণী সম্পদ সম্প্রাসারণ কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্ধোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস পাল।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার(ভূমি)মোঃ মিজানুর রহমান সহ সুবিধা ভোগী পরিবারের সদস্যবৃন্দ।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়,উপজেলার খান মরিচ ইউপি'র সুলতানপুর গ্রামের শ্রী মতি গীরিবালা,খান মরিচ গ্রামের শ্রী রণজিত কুমার বসাক ও শ্রী মতি নীরবালা, বৃদ্ধমরিচ গ্রামের শ্রী মতি সঞ্জনা রানী,চন্ডিপুর গ্রামের শ্রী মতি স্বপ্না রানী সহ পাঁচ পরিবার কে ২ টি করে ১০ টি ছাগল ও ছাগলের ঘর নির্মাণের জন্য প্রত্যেক কে চার টি করে খুঁটি,দু’টি টিন ও বিছানা হিসাবে প্ল্যাস্টিকের পাঁচ টি করে ফ্লোর ম্যাট দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ