• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা শুরু

মাদারীপুর প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০১:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে দীপাবলি ও কালীপূজা উপলক্ষে প্রায় আড়াই'শ বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা দুই দিনের জন্য শুরু হচ্ছে। এর আগে মেলা বন্ধের জন্য একটি পক্ষ মানববন্ধন, লিখিত অভিযোগ ও নানা বাধা সৃষ্টি করে। যা নিয়ে জেলাজুড়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এসবের মধ্যে রোববার বিকেলে ১৫টি শর্ত দিয়ে আজ মঙ্গলবার থেকে দুই দিনের জন্য মেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। যদিও আগে পাঁচ থেকে সাত দিন ধরে বসত এই মেলা।

এদিকে মঙ্গলবার মেলা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল সোমবার থেকেই শুরু হয়ে গেছে কুন্ডুবাড়ির ঐতিহ্যবাহী এই মেলা। মেলা ঘিরে গত শুক্রবার আসতে শুরু করেছেন দোকানিরা। পণ্যের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ভিড় বাড়তে শুরু করেছে মেলা প্রাঙ্গণে।

সোমবার বিকেলে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে গোপালপুর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বসেছে দোকানপাট। দেশের বিভিন্ন জেলা থেকে কাঠের আসবাবপত্রের সমারোহ ঘটেছে এই মেলায়। মেলায় ফরিদপুর, ঢাকা, গোপালগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসেছেন।

এ বছর মেলায় তিন শতাধিক বিভিন্ন স্টল বসেছে। মেলায় কাঠের তৈরি আসবাবপত্র, বেতের তৈরি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, শিশুদের খেলনা, মাটির পণ্য, বিভিন্ন প্রকার খাবারের দোকান। মেলায় নারী শিশু সহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় পড়েছে।

উপজেলা প্রশাসন, আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি ও কালীপূজা উৎসব ঘিরে কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় কুন্ডুবাড়ি মেলার আয়োজন করা হয়। প্রায় ২৫০ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হলেও দুই বছর ধরে বন্ধ করতে একটি মহল নানা কর্মসূচি পালন করে আসছে। এ বছর মেলায় অশ্লীলতা, চাঁদাবাজি, মাদক, জুয়াসহ একাধিক অভিযোগ এনে ১৬ অক্টোবর কালকিনির ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করে স্থানীয় আলেম সমাজের একটি অংশ। পরে এটি নিয়ে উপজেলা ও জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে কালকিনির ভূরঘাটা কুন্ডুবাড়ি কালীমন্দির কমিটির আবেদনের পরিপেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে মেলার অনুমতি দেওয়া হয়। এ বছর আগামীকাল মঙ্গলবার ও বুধবার দুই দিন চলবে ঐহিত্যবাহী এই মেলা।

প্রশাসন সূত্র বলছে, মেলার সার্বিক নিরাপত্তার বিবেচনায় ১৫টি বিধিনিষেধ করা হয়েছে। এর মধ্যে আসামাজিক কর্মকাণ্ড বন্ধ, জুয়া-মাদক নিষেধ, উচ্চ স্বরের শব্দযন্ত্র পরিহার, অবৈধ পণ্য কেনাবেচা বন্ধ, ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর দোকানপাট বসানো যাবে না, রাত ১১টার পর মেলায় দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা ও উসকানিমূলক বক্তব্য পরিহার করতে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জাহাঙ্গীর আলম জানান, মেলা সংস্কৃতির অংশ। আর যেহেতু কুন্ডুবাড়ির মেলাটি ঐতিহ্যবাহী, আর দীর্ঘদিন ধরে এই মেলা ঐতিহ্য ধরে রাখছে, তাই আমরা দুই দিনের জন্য অনুমতি দিয়েছি। এই ,মেলা উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব কাজ করছে।

তিনি বলেন, মেলা বন্ধ নিয়ে একটি পক্ষ মানববন্ধন করে লিখিত অভিযোগ করেছিলেন। আমরা তাদের সাথে বসে এই দুই দিনের জন্য অনুমতি দিয়েছি। আর যেসব অভিযোগের বিষয়ে মেলা বন্ধের দাবি জানানো হয়েছিল, সেসব কর্মকাণ্ড মেলায় কখনোই করতে দেওয়া হবে না। এখানে আমাদের পর্যাপ্ত ফোর্স রাখা হয়েছে। আর যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে আমরা ব্যবস্থা নিব। এছাড়া  মেলায় আগত দোকানি, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় কাজ করবে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬২ জনের কারাদণ্ড
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬২ জনের কারাদণ্ড
রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড