সিরিজ জয়ের লক্ষ্যে ৪ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা।
গত ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিল কালো উইকেট। দ্বিতীয় ওয়ানডেতেও স্পিনারদের সুবিধা বজায় রাখতেই বাংলাদেশ দল একাদশে চারজন স্পিনার রেখেছে। প্রথম ম্যাচে তিনজন স্পিনার ও দুই পেসার খেলেছিল, তবে এবার নতুনভাবে স্কোয়াডে যুক্ত হওয়া নাসুম আহমেদকে খেলানো হয়েছে, আর তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে।
দ্বিতীয় ম্যাচের আগেও মাঠে কালো পিচের দেখা মিলেছে। যদিও গত ম্যাচের তুলনায় আজ উইকেট অতটা কালো নয়। সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল স্পিনার নাসুম আহমেদকে। দ্বিতীয় ওয়ানডেতেই একাদশে রাখা হলো তাকে। তার জায়গায় বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ।
চারজন বিশেষজ্ঞ স্পিনার ও এক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
ভিওডি বাংলা/জা