• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রিভুজ প্রেমে জুবায়েদ হত্যার রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পি.এম.
জুবায়েদ হত্যার আসল কারণ জানাল পুলিশ-ছবি সংগৃহীত

দুই দিনের অনুসন্ধানের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মো. নজরুল ইসলাম বলেন, হত্যার মূল কারণ একটি ত্রিভুজ প্রেমের জট।

মাহীর যখন এটি জানতে পারে তখন তার সঙ্গে ব্রেকআপ করে বর্ষা। কিন্তু মাহীরকে কিছুতেই ভুলতে পারছিলেন না বর্ষা। তাই কিছুদিন পরই বর্ষা তার আগের বয়ফ্রেন্ড মাহীরকে জানায়, জুবায়েদকে আর ভালো লাগে না। তখন জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহীর। এমনকি, সে মাহিরকে বলে, জুবায়েদকে না মারলে তুমি আমাকে পাবা না। এরপর ২৫ সেপ্টেম্বর জুবায়েদকে হত্যার পরিকল্পনা করেন তারা। সেজন্য নতুন দুটি সুইচ গিয়ার চাকুও কিনা হয় এবং সেটি দিয়েই এলোপাতাড়ি হামলা চালিয়ে জুবায়েদকে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নজরুল ইসলাম বলেন, এই ঘটনা আলোচিত সেই মিন্নির ঘটনার মতো। এটি ত্রিভুজ প্রেমের ঘটনা। গত ২৫ সেপ্টেম্বরের পর মাহীরের সঙ্গে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা।
 
এ সময় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, জুবায়েদ যখন মারা যায় তখন বর্ষা ঘটনাস্থলে উপস্থিত ছিল। হত্যার ব্যাপারে বর্ষা আগেই কনফার্ম হইছে। পুরো হত্যাকাণ্ড বর্ষা পর্যবেক্ষণ করেছে।

জুবায়েদ হত্যার ৪১ ঘণ্টা পর মঙ্গলবার (২১ অক্টোবর) বংশাল থানায় মামলা করেন জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। মামলায় টিউশনের ছাত্রী (১৯) ও প্রেমিক মো. মাহির রহমানসহ (১৯) তিনজন আসামি রয়েছেন। মামলার অন্য আসামি হলেন, ফারদীন আহম্মেদ আয়লান (২০)। এছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে জানা গেছে, ঘটনার দিন ১৯ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে জুবায়েদ তার টিউশনের ছাত্রীকে পড়ানোর জন্য রৌশান ভিলায় গিয়েছিলেন। ঘটনার বিষয়টি একই তারিখ রাত ৭টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কামরুল হাসান মামলার বাদী জোবায়েদের ভাইকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। সৈতক তার শ্যালক শরীফ মোহাম্মদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল রৌশান ভিলায় পৌঁছান।

সৈকত ঘটনাস্থলে গিয়ে তার পরিচিত বড় ভাই অ্যাড ইশতিয়াক হোসাইন জিপু তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল রৌশান ভিলা ভবনের নিচতলা থেকে ওপরে উঠার সময় সিঁড়ি এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ভবনের তৃতীয় তলার রুমের পূর্ব পাশে সিঁড়িতে নিয়ে গেলে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় দেখতে পান। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এই শিক্ষার্থীকে সোমবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা
আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা
শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল ১৫ শতাংশ
শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল ১৫ শতাংশ
শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত ওষুধ শিল্প
শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত ওষুধ শিল্প