৩ দিনের আয় ৬৬ কোটি, ঝড় তুলেছে প্রদীপ রঙ্গনাথনের ‘ডুড’

দক্ষিণী তারকা প্রদীপ রঙ্গনাথনের নতুন সিনেমা ‘ডুড’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৬৬ কোটি রুপি, যা নির্মাতাদের ও দর্শকের জন্যই চমক।
দিওয়ালি উৎসবের সময় মুক্তি পাওয়া এই রোমান্টিক ড্রামেডি সিনেমার কাহিনি দুই বন্ধু, আগন (প্রদীপ) ও কুরাল (মমিথা বাইজু)-কে ঘিরে। বন্ধুত্বের সম্পর্কে মোড় আসে কুরালের হঠাৎ বিয়ের প্রস্তাবের পর। গল্পটি আবেগ, দ্বন্দ্ব ও রোমাঞ্চে ভরা।
ভারতীয় চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, ৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রথম সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাওয়া সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সারথকুমার, রোহিনী, দ্রাবিড সেলভম, নেহা শেঠি ও সত্যাকে।
‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, পরিচালক প্রচলিত রোমান্টিক ট্রপগুলো দক্ষভাবে ব্যবহার করেছেন, আবার প্রয়োজনীয় জায়গায় স্টেরিওটাইপ ভেঙে দিয়েছেন। দক্ষিণ ভারতের তরুণ দর্শকেরা ‘ডুড’কে বছরের অন্যতম বিনোদনমূলক সিনেমা হিসেবে আখ্যা দিচ্ছেন।
প্রদীপের অভিনয় ও পরিচালনার সংমিশ্রণ তাকে দক্ষিণ ভারতের নতুন পোস্টার বয় হিসেবে প্রতিষ্ঠা করেছে।
ভিওডি বাংলা/জা







