‘মনপুরা’ নির্মাতার নতুন রোমান্টিক কমেডি চমক


‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ এবং ‘গুণিন’-এর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ফের দর্শকের সামনে নতুন চমক নিয়ে এসেছেন। তার নতুন রোমান্টিক কমেডি শীর্ষক কনটেন্টের নাম ‘পারফেক্ট ওয়াইফ’, যা মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
এটি আগামীকাল ২২ অক্টোবর রাত ১২টা (২৩ অক্টোবর) থেকে দেখানো হবে। ২০ অক্টোবর প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, গল্পটি তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের নানান ঘটনা নিয়ে তৈরি। একটি বিবাহিত বন্ধুর বাড়িতে যাওয়ার পর নানা ঘটনা ঘটতে শুরু করে, যেখানে ভালোবাসার মাঝেও ধীরে ধীরে সৃষ্টি হয় কলহ। কলহের উৎপত্তি দর্শক কনটেন্টটি দেখার পরই জানতে পারবেন।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, “পুরুষালি দৃষ্টিভঙ্গিতে ‘মনের মতো বউ’ নিয়ে প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে আমাদের নতুন নির্মাণ ‘পারফেক্ট ওয়াইফ’। গল্পটা মজার ছলে দেখানো হয়েছে, দর্শকরা পছন্দ করবেন।”
এই প্রজেক্টে তরুণ-নবীন দল কাজ করেছেন-সিনেমাটোগ্রাফার, এডিটর ও মিউজিক ডিরেক্টর প্রথমবার ফিকশনে কাজ করেছেন। মূল চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান, মীর রাব্বি এবং জৌপারী লুসাই।
ভিওডি বাংলা/জা