গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলবেন যেভাবে


আজকাল ইন্টারনেটে নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। অনেক সময় গুগল সার্চে নিজের নাম লিখে খুঁজলে দেখা যায় মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা এমনকি জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর পর্যন্ত ভেসে আসছে! ভাবুন তো, এই তথ্য যদি প্রতারকের হাতে পৌঁছে যায় কী ভয়াবহ হতে পারে!
তবে এখন আছে ভালো খবর গুগল নিজেই দিচ্ছে ‘Results About You’ নামের এক নতুন টুল, যার মাধ্যমে আপনি নিজেই গুগল সার্চ থেকে নিজের ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলতে পারবেন।
যেভাবে মুছবেন নিজের তথ্য
. ভিজিট করুন এই লিংকঃ https://myactivity.google.com/results-about-you
. আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
. সেখানে আপনার মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা যুক্ত করুন।
. গুগল আপনাকে নোটিফিকেশন পাঠাবে, যেখানে আপনি তথ্য মুছে ফেলার আবেদন করতে পারবেন।
যে ধরনের তথ্য মুছে ফেলা যাবে
. গুগলের তথ্য অনুযায়ী, নিচের ব্যক্তিগত তথ্য সরানোর অনুরোধ করা যাবে—
. মোবাইল নম্বর
. ই-মেইল ঠিকানা
. বাসার ঠিকানা
. জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
. ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
. পাসওয়ার্ড বা লগইন তথ্য
. ব্যক্তিগত স্বাক্ষর
. মেডিকেল রেকর্ড
বিশেষজ্ঞদের মতে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই নতুন টুল ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এক বড় পদক্ষেপ। তবে সতর্কবার্তাও দিয়েছেন তারা একবার কোনো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে গেলে তা পুরোপুরি মুছে ফেলা সবসময় সহজ হয় না।
ভিওডি বাংলা/ এমএইচ