প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল


প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার কিছুক্ষন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের তাদের গাড়ি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।
বিএনপির অন্য দুই সদস্য হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসুর মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।
যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘‘ আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজকে ছয়টা সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা সাথে কথা বলব।
ভিওডি বাংলা/ এমপি