• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মরুভূমি সবুজ করতে সৌদিতে হাজার হাজার গাছ

আন্তর্জাতিক ডেস্ক    ২১ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পি.এম.
মদিনার রাস্তা ও পার্কে ২১ লাখ গাছ রোপণের মাধ্যমে সবুজ নগরী গড়ে তোলার উদ্যোগ।-ছবি সংগৃহীত

মদিনা শহরকে সবুজ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার জন্য সৌদি সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (২০ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে ‘গ্রিন সিটি ইনিশিয়েটিভ’ কার্যক্রম শুরু হয়েছে।

এই প্রকল্পের আওতায় মদিনায় ২১ লাখ গাছ রোপণ করা হবে। উদ্যোগটি শহরের উদ্ভিদ আচ্ছাদন বৃদ্ধি, কার্বন নির্গমন হ্রাস, তাপমাত্রা কমানো এবং নান্দনিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি প্রকল্পটি প্রাকৃতিক সম্পদ টেকসইভাবে ব্যবহারের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যও রাখে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটি সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ও ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিটি গাছের স্বাস্থ্য ও বৃদ্ধি পর্যবেক্ষণ করা হবে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের সড়কপথ, পার্ক ও আবাসিক এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। স্থানীয় বাসিন্দাদের পরিবেশবান্ধব স্বেচ্ছাসেবী কার্যক্রমেও অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে।

প্রকল্পটি শুধু পরিবেশ সংরক্ষণেই সীমাবদ্ধ নয়, বরং মদিনাকে আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। ইসলামী ঐতিহ্যবাহী এই শহরটিকে আধুনিক টেকসই উন্নয়নের সঙ্গে সমন্বয় করে বিশ্বের একটি উদাহরণযোগ্য সবুজ নগরী হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঁচা দুধের চিজে টিকে থাকতে পারে বার্ড ফ্লু ভাইরাস
কাঁচা দুধের চিজে টিকে থাকতে পারে বার্ড ফ্লু ভাইরাস
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার, অক্ষত দ্রৌপদী মুর্মু
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার, অক্ষত দ্রৌপদী মুর্মু
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে