রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত


“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বানীবহ ছোট বাজার এলাকায় রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে এ ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক শাহাদৎ সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন বানীবহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক, ইউপি সদস্য আলী আকবর ও সাহেব আলী, আটদাপুনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, বানীবহ বাজার কমিটির নির্বাচন কমিশনার খলিলুর রহমান খান, ইমাম কমিটির সভাপতি আবু দাউদ পাটুয়ারী, বাজার কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ শেখ ও অর্থবিষয়ক উপদেষ্টা আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ২০২২ সালে রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপ আত্মপ্রকাশের পর থেকে নিয়মিতভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। সোমবার ছিল তাদের পঞ্চম আয়োজন। শুধু রাজবাড়ী নয়, জেলার বাইরেও এখন এই কর্মসূচি সম্প্রসারিত হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ