আটাব ব্যাংক একাউন্ট থেকে অবৈধভাবে ২৫ লক্ষ টাকা উত্তোলন


বাণিজ্য মন্ত্রলায়ের সরোজমিনে তদন্তে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম প্রমানিত হওয়ায় গত ০৪ আগস্ট ২০২৫ ইং তারিখে আটাব কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করেছে সরকার । বাণিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশটি ইমেইলের মাধ্যমে আটাবে পৌছায় ০৪ আগস্ট ২০২৫ইং তারিখ দুপুর ১২ঃ৫৯ মিনিটে । আদেশটি পাওয়ার সাথেসাথেই অর্থাৎ ৪১ মিনিট পর একই দিন দুপুর ১ঃ৪০ মিনিটে পতিত ফ্যাসিস্ট এর দোসর আটাব কমিটি তড়িগড়ি করে আটাবের ট্রাস্ট ব্যাংকের কাকরাইল শাখার একাউন্ট থেকে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা নগদ উত্তোলন করে আত্মসাৎ করে আটাব অফিস তালাবদ্ধ করে চলে যায় । ব্যাংক হিসাব বিবরণীতে দেখা যায় আটাবের হায়াত নামের একজন স্টাফ এ টাকা আটাবের নিজস্ব বাংক একাউন্ট থেকে নগদ উত্তোলন করে । এছাড়াও বিগত ১ মাসের ব্যাংক হিসাব বিবরনীতে বেশ কয়েকটি ৫০০,০০০/০০ পাচঁ লক্ষ ১০,০০,০০০/০০ দশ লক্ষ টাকার অস্বাভাবিক নগদ উত্তোলনের প্রমান পাওয়া গেছে ।
উল্লেখ্য, আটাব পাতানো নির্বাচন ২০২৩-২০২৫ এর ভোটার তালিকায় জালজালিয়াতির মাধ্যমে বিগত আটাব নির্বাচনে প্রায় ১৫০ টির বেশী অবৈধ ভোটার অন্তর্ভুক্ত করেছিল । যা বানিজ্য্য মন্ত্রণালয়ের অভিযোগ শুনাণীতে সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে ।
এছাড়াও জাপান ফেম ট্রিপের ৫৫,৭৭,০০০/০০ পঞ্চান্ন লক্ষ সাতান্ন হাজার টাকা পতিত আটাব কমিটির মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এর নিজস্ব প্রতিষ্ঠান সায়মন ওভারসীজ লিমিটেডের নামে চেক ইস্যু করে আত্বসাত করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। আটাব অনলাইনের প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা দূর্নিতিবাজ সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ আত্মসাৎ করেছে। উক্ত অভিযোগগুলো প্রমানিত হওয়ায় আটাব কমিটি বাতিল করে বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক নিয়োগ করেছে বানিজ্য মন্ত্রণালয়।
আটাবের সাধারন সদস্যদের তহবিলের টাকা প্রশাসক নিয়োগের পর আটাব ব্যাংক একাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা অবৈধভাবে নগদ উত্তোলন করে আত্মসাৎ করায় আটাবের সাধারন সদস্যরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন অবিলম্বে অর্থ আত্মসাৎ এর তদন্তপূর্বক আটাব কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ কে সংগঠনে অবাঞ্চিত ঘোষনা করে আত্মসাৎকৃত টাকা ফেরৎ এর ব্যবস্থা করে কঠোর শাস্থির দাবী জানান।
ভিওডি বাংলা/ এমএইচ