• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুপার ওভারের নাটকীয়তায় সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক    ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

মিরপুরের স্পিন স্বর্গে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ৫ স্পিনার নিয়ে লড়াই করতে নেমেছিল সফরকারীরা। স্পিনাররা দাপট দেখালেও শেষ ওভারে ৫ রান তুলতে ব্যর্থ হন শাই হোপরা। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে, সেখানেও দাপট দেখিয়েছেন স্পিনার মুদাকেশ মোতি। সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান তুলতে পারে ক্যারিবিয়ানরা। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই বাজিমাত করেছে ক্যারিবিয়ানরা।

সুপার ওভারে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে ক্যাচ আউট হন রাডারফোর্ড। তবে শাই হোপের ৭ রান এবং ব্যান্ডন কিংয়ের ৩ রানে ভর করে ১০ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে প্রথম ওভারে নো বলে ৪ রান তোলে বাংলাদেশ। এতে ৫ বলে লক্ষ্য দাঁড়ায় ৬ ৭ রানের। দ্বিতীয় বলে ডট হলে তৃতীয় বলে সিঙ্গেল নেন সাইফ। 

কিন্তু চতুর্থ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন সৌম্য সরকার।  পঞ্চম বলে শান্ত রান নিলেও শেষ বলে লক্ষ্য দাঁড়া ৪ রানের। কিন্তু ওয়াইট দিয়ে বসে মোতি। কিন্তু শেষ বলে দুর্দান্ত ডেলিভারিতে দলকে জয় এনে দেন তিনি। মাত্র ১ রান তুলতে পারে বাংলাদেশ, এতে ১ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের তৃতীয় বলে ব্যান্ডন কিংকে  লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ। 

এরপর দেখে শুনে দলকে এগিয়ে নিতে থাকেন অ্যালিক অ্যাথানাজে ও কার্টি। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৩৪ রান তুলতে পারে ক্যারিবিয়ানরা।

তবে ইনিংস লম্বা করতে পারেননি অ্যাথানাজে, ৪২ বলে ২৮ রান করে রিশাদের প্রথম শিকার হন তিনি। অ্যাকিম আগস্টেকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন কার্টি। কিন্তু ফিফটি তুলতে পারেননি তিনি, ৫৯ বলে ৩৫ রান করা এই ব্যাটারকে ফেরান রিশাদ।

এরপর অ্যাকিম আগস্টে (১৭), শেরফেন রাদারফোর্ড (৭), মুদাকেশ মোতি (১৫) ও রোস্টন চেজ ৫ রান করে আউট হলে ১৩৩ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে অপর প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন অধিনায়ক শাই হোপ। তাকে যোগ্য সঙ্গ দেন জাস্টিন গ্রিভস।

৪৫তম ওভারের পঞ্চম বলে শাই হোপ সিঙ্গেল নেওয়ার জন্য দৌড়ালে দুর্দান্ত থ্রোয়িংয়ে গ্রিভসকে রান আউট করেন মিরাজ। ২৬ রান করা এই ব্যাটারকে আউট করে খেলায় ফেরে টাইগাররা। ৩০ বলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ রান।

দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের আশা জাগাতে থাকেন শাই হোপ। ৪৮তম ওভারের মিরাজের বলে ছক্কা মেরে ম্যাচ সহজ করেন আকিল হোসেন। অন্যদিকে ৬৫ বলে নিজের ৩০তম ফিফটি তুলে নেন হোপ। শেষ ওভারে ৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ৪ রান তুলতে পারে তারা। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এ ছাড়াও নাসুম আহমেদ ও তানভীর ইসলাম নেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ বলে ৬ রান করে আউট হন সাইফ হাসান। অপর প্রান্ত থেকে সৌম্য লড়াই করলেও বাকিরা ইনিংস বড় করতে পারেননি।

হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫), মাহিদুল ইসলাম অঙ্কন আউট হন ১৭ রানে। এতে ১০৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অন্যদিকে ফিফটির খুব কাছে গিয়েও ৫ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। ২৬ বলে ১৪ রান করে তাকে সঙ্গ দেন নাসুম আহমেদ।

এরপর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করতে থাকেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ২৪ বলে ২৬ রান করে মোতির বলে ক্যাচ আউট হন সোহান। 

এরপর পিচে এসে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন রিশাদ, আর তাকে যোগ্য সঙ্গ দেন মিরাজ। শেষ পর্যন্ত মিরাজের ৫৮ বলে ৩২ ও রিশাদের ১৪ বলে ৩৯ রানের ক্যামিওতে ২১৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মুদাকেশ মোতি। এ ছাড়াও অ্যালিক অ্যাথানাজে ও আখিল হোসেন দুটি করে উইকেট শিকার করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিজ জয়ের লক্ষ্যে ৪ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে ৪ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
থাইল্যান্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সই মূল লক্ষ্য: পিটার বাটলার
থাইল্যান্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সই মূল লক্ষ্য: পিটার বাটলার
সল্ট-ব্রুকের ঝড়, নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ইংল্যান্ড
সল্ট-ব্রুকের ঝড়, নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ইংল্যান্ড