• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজের আহ্বান ইউএনওদের

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ১১:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ (‘কনসিকন্সিয়াল’) নির্বাচন হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনাররা ইউএনওদের সততা ও হিম্মতের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ইসি আনোয়ারুল ইসলাম সরকার ও ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ ইউএনওদের সততা, ভয় না পাওয়ার মনোভাব ও কারো পক্ষে কাজ না করার আহ্বান জানান।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে। সরকারের অধীনে এই নির্বাচন সততা ও নিষ্ঠা প্রদর্শনের সুযোগ।” তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে দু’পক্ষকে সমানভাবে নজরে রাখতে হবে এবং মোবাইল কোর্ট নিয়মিত ও স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে।

তিনি ইউএনওদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, শিডিউল ঘোষণার পর দেখবেন আশেপাশে কেউ নেই।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, দু'পক্ষ থেকে ধরতে হবে, ধরলে ছাড়া যাবে না নির্বাচনের আগে। মোবাইল কোর্ট স্বচ্ছ হতে হবে। মোবাইল কোর্ট নিয়মিত করতে হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ
স্বৈরাচার পতন দিবস: গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ
বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তরে ইট আনছেন স্থানীয়রা
বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তরে ইট আনছেন স্থানীয়রা