• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পাটির বিশাল জনসভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া মিরপুর জাতীয় পার্টির (কাজী জাফর) বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন মহাসচিব, জাতীয় পাটি, (কাজী জাফর), সাবেক এমপি আহসান হাবিব লিংকন।
আমলা ইউনিয়ন  জাতীয় পার্টি  আয়োজনে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার সময় আমলা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

আমলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও আমলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, আমিরুল ইসলামের সঞ্চালনায় এই সময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভা সফল করতে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা দুপুর হতে ব্যানার ফেস্টুন ও সুসজ্জিত হয়ে জনসভা স্থানে এসে জড়ো হতে থাকে। এ সময় দলের নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

প্রধান অতিথির বক্তব্য আহসান হাবিব লিংকন বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি।  তারপরেও ধানের শীষের প্রার্থী হিসেবে খুলনা বিভাগের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। আজকের জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসন থেকে  আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমি  সংসদ সদস্য নির্বাচিত হবো। "

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান
গৌরীপুরে প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নলছিটিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নলছিটিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ