• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুলশানে সড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর সচল

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ১২:২৪ পি.এম.
রাজধানীর গুলশান-২ এলাকায় সড়ক ডিভাইডারে থাকা একটি বড় গাছ উপড়ে পড়ায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে-ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এ সড়ক ডিভাইডারে থাকা একটি বড় গাছ উপড়ে পড়েছে। এ ঘটনায় নতুন বাজার থেকে গুলশান-২ প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে গাছটি আকস্মিকভাবে উপড়ে পড়ে। এরপর থেকে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে যানবাহনের চাপ তৈরি হতে থাকে। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় সড়কে উপড়ে পড়া গাছটি অপসারণ করেছে ট্রাফিক পুলিশ।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, গুলশান-২ থেকে নতুন বাজার পর্যন্ত দুই লেনে এমআরটি লাইন-৫ এর সেবা লাইন সরানোর কাজসহ বিভিন্ন নির্মাণ কাজ চলমান। সড়কের মাঝখানে খোঁড়াখুঁড়ির কারণে সাধারণতই এ এলাকায় যান চাপ বেশি থাকে।

উত্তর সিটি করপোরেশনের সহায়তায় ট্রাফিক পুলিশ গাছটি অপসারণ করলে প্রায় চার ঘণ্টা পর সড়ক সচল হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারকেয়ারের সামনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
এভারকেয়ারের সামনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঘুড়ি আটকে পড়ায় সাময়িক বন্ধ ঢাকা মেট্রোরেল
ঘুড়ি আটকে পড়ায় সাময়িক বন্ধ ঢাকা মেট্রোরেল
ঢাকায় নামল শীতের আমেজ, তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রিতে
ঢাকায় নামল শীতের আমেজ, তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রিতে