মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি স্কয়ার টেক্সটাইল


পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল পিএলসির ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে মুনাফা আগের বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে লভ্যাংশের হার আগের বছরের মতোই ৩২ শতাংশ রাখা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ অনুযায়ী, শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৪ পয়সা, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ৫ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ ইপিএস ১ টাকা ৩৫ পয়সা বা ২২.৯২% বেড়েছে।
এছাড়া, কোম্পানির সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) ২০২৩-২৪ অর্থবছরে ঋণাত্মক ১২ টাকা ৫৯ পয়সা ছিল, কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে ধনাত্মক ৫ টাকা ২৫ পয়সা রয়েছে। তবুও লভ্যাংশ আগের মতোই রাখা হয়েছে।
ভিওডি বাংলা/জা