• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০২:১০ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘জনগণ কখনো ভুল করে না, ভবিষ্যতেও করবে না। অতীতেও জনগণ ’৬২, ’৬৯, ’৭০, ’৭৫, ’৯০ এবং ’২৪ সালেও ভুল করেনি। জনগণ যতবার স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কাজেই আমরা জনগণের ওপর আস্থা রেখেই নির্বাচনে যেতে চাই।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি আয়োজিত জনসভার পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেছেন তিনি।

আবদুস সালাম বলেন, ‘একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পিত করাটাই এই সরকারের প্রধান কাজ। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায়, তারপরও রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা রূপরেখাকে সামনে রেখে সব দলকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করব।’

বিএনপির ৩১ দফা রূপরেখা মূলত রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং প্রশাসনিক সংস্কারের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। তিনি বলেন, ‘এই ৩১ দফা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার—যার মাধ্যমে আমরা একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠন করতে চাই।’

সালাম বলেন, ‘৩১ দফা রূপরেখা শুধু বিএনপির রাজনৈতিক নথি নয়, এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের কর্মপরিকল্পনা। জনগণের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়।’
সরকারের দমননীতি ও বিএনপির অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের বাড়িঘর দখল করেছে, ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে, গুম করেছে, হত্যা করেছে। তবুও তারেক রহমানের নির্দেশে তাদের নিরাপত্তাও আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি, নির্বাচনেও জনগণ আমাদের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিএনপির পক্ষ থেকে শতভাগ সহযোগিতা থাকবে। যারা নির্বাচন পেছানোর কথা বলে, তারা দেশের জন্য রাজনীতি করতে চায় না। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা হোক।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, নগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী এশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোজাম্মেল হক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল
পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : আবদুস সালাম
পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : আবদুস সালাম
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে