বাঁশখালীর ডাকাতি মামলার আসামী র্যাবের অভিযানে গ্রেপ্তার


চট্টগ্রাম বাঁশখালীর ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামী র্যাবের অভিযানে গ্রেপ্তার।
বুধবার (২২ অক্টোবর) মধ্যে রাতে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও এলাকা থেকে মোঃ শামসুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও থানার একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে মোঃ শামসুল আলমকে রাত ২:৩০ টায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ডাকাতি মামলার অভিযোগ রয়েছে, যা দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তার গ্রেপ্তার এলাকার মানুষের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তার বোধ ফিরিয়ে দিয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জানান, র্যাব-৭, চট্টগ্রাম কতৃক পরোয়ানাভুক্ত আসামী মোঃ শামসুল আলমকে গ্রেপ্তার পরবর্তী বাঁশখালী থানায় স্থানান্তর করলে কতৃপক্ষের নির্দেশক্রমে আসামীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ