দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার, অক্ষত দ্রৌপদী মুর্মু


ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। তবে তিনি অক্ষত আছেন। কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে দ্রৌপদী মুর্মুকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই ১৭ চপার হেলিকপ্টারটি।
তবে কোনো দুর্ঘটনা ছাড়াই দ্রৌপদী মুর্মুকে নিরাপদে নামিয়ে আনা হয়। তার নিরাপত্তা বহরে থাকা কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, মূলত পম্বা জেলার নিলাক্কালে অবতরণের কথা ছিল হেলিকপ্টারটির। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেটি বিকল্পভাবে প্রমোদোম স্টেডিয়ামে অবতরণ করে।
চার দিনের সফরে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কেরালায় পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরকালে তিনি সবরিমালা মন্দির পরিদর্শন ও প্রার্থনা করবেন। তার সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর।
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/জা