৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মিরসহ আশপাশের বেশ কিছু এলাকা ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। মঙ্গলবার (২১ মঙ্গলবার) রাতে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের (পিএমডি) অধীন ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৪ কিলোমিটার গভীরে।
হিন্দুকুশ পবর্তমালা মূলত হিমালয়ের যে অংশ আফগানিস্তানে প্রবেশ করেছে, সেটিই এই নামেই পরিচিত। ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রল, মুরি, আজাদ কাশ্মিরের সামাহনি ও ভিমবেরসহ বিভিন্ন অঞ্চলে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর মাত্র চার দিন আগে দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা। গত সেপ্টেম্বরে আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।
ভিওডি বাংলা/জা