• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ

সেনা কর্মকর্তাদের সুষ্ঠু বিচার চায় বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৪:০২ পি.এম.
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিও তাদের সুষ্ঠু বিচার চায়। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক যথাযথ আইনের মাধ্যমে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করে সম্ভব হবে না।

বুধবার (২২ অক্টোবর) রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এদেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে-এ কথা উল্লেখ করে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন তাদের জমিদারি সারা জীবন থাকবে। পাঁচ আগস্টের পর অনেকের মানসিক পরিবর্তন হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি।
 
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্য সে কথাই ফুটে উঠেছে।

বিচার বিভাগ হবে স্বাধীন এ কথা জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, আইনের শাসন দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর স্থায়ীত্বকাল ১০ বছর হবে। এগুলো তারেক রহমানের বক্তব্যে এসেছে।
 
রিজভী আরও বলেন, আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে; তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। আর সেখানে যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে জামাতপন্থীদের ঢালাওভাবে নিয়োগ দেয়া হচ্ছে। এটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলেই মনে করি।

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। আমাদের সামনে সময় এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি সভা সেমিনারে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, বিএনপি ৩১ দফার মাধ্যমে আগামীতে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে তা জাতির সামনে তুলে ধরেছে। নানা পরিকল্পনার কথা জানানো হয়েছে। কারণ বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি রাষ্ট্র। আমাদের তরুণরা দেশের ভবিষ্যৎ।

রিজভী জানান, গত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে জমিদারতন্ত্র রচনা করেছিল। ভেবেছিল খাজনা আদায় করবে আর জমিদার প্রথা টিকিয়ে রাখবে। কিন্তু জনগণের সঙ্গে বেইমানি করে হাসিনার শেষ রক্ষা হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল
পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : আবদুস সালাম
পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : আবদুস সালাম
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে