• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস

ভিওডি বাংলা ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পি.এম.
কুয়েত বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনা পেয়ে আত্মবিশ্বাসী বসুন্ধরা কিংসের ফুটবলাররা-ছবি সংগৃহীত

ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে কুয়েতে পৌঁছেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৭ বিদেশি খেলোয়াড় নিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তপু বর্মণরা। এসময় ক্রীড়াপ্রেমী কুয়েত প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানান দলটিকে।

৩ ম্যাচের এই লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল হলো ওমানের আল সিব ও লেবাননের আল আনসার এফসি।

২৫ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪টায় বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হবে ওমানের ক্লাব আল সিব। ২৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লেবাননের ক্লাব আল আনসার। ৩১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শেষ ম্যাচে মাঠে নামবে স্বাগতিক আল কুয়েতের বিপক্ষে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কুয়েতের সোলবিয়া খাত এলাকার জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে।

ক্রীড়াপ্রেমী কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, জয় দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার লড়াই শুরু করবে বসুন্ধরা কিংস।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়
ওমানে সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু
লন্ডনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনোয়ার আলদীন
লন্ডনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনোয়ার আলদীন