• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরাপদ সড়কের র‌্যালিতে হেলমেটবিহীন তিন আরোহী

রাজবাড়ী প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালনের আয়োজনে বিতর্কের সৃষ্টি হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে রাজবাড়ী বিআরটিএ অফিসের প্লেকার্ড বহন করতে দেখা গেছে তিনজন হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

তবে র‌্যালির শৃঙ্খলা ভঙ্গ করে হেলমেটবিহীন মোটরসাইকেলে বিআরটিএ অফিসের প্লেকার্ড বহনের ঘটনা উপস্থিত স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। নিরাপদ সড়ক দিবসের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এমন আইন লঙ্ঘনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুধু হেলমেটবিহীন আরোহী নয়, র‌্যালিতে অংশ নেয় কয়েকজন চিহ্নিত দালালও, যারা নিয়মিতভাবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্রের কাজে ঘুষের মাধ্যমে অনিয়মে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থী মোহাম্মদ সাঈদুজ্জামান সাকিব বলেন, “রাজবাড়ীতে মাত্র ১০ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এটি অত্যন্ত দুঃখজনক ও নিরাপদ সড়কের মূল চেতনার পরিপন্থী।”

এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দে বলেন, “মোটরবাইকে তিনজন আরোহী বিআরটিএর প্লেকার্ড বহনের বিষয়টি আমার নজরে আসেনি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।”

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান
গৌরীপুরে প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নলছিটিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নলছিটিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ