• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীলঙ্কায় বিরোধী রাজনীতিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৫:০১ পি.এম.
লাসান্থা বিক্রমাসেকারা-ছবি সংগৃহীত

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় এক রাজনীতিককে তার কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ৩৮ বছর বয়সী লাসান্থা বিক্রমাসেকারা নিহত হয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দেশে সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ড ঘটলেও এটি প্রথমবারের মতো কোনও রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হলো।

বিক্রমাসেকারা ছিলেন ওয়েলিগামা কাউন্সিলের চেয়ারম্যান ও বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি) সদস্য। স্থানীয় ভোটারদের সঙ্গে কার্যালয়ে বৈঠক করার সময় এক বন্দুকধারী রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে। গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হননি। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে এসজেবি ও ক্ষমতাসীন দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। চলতি বছরে দেশটিতে সহিংস অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার বেশির ভাগের সঙ্গে স্থানীয় মাদকচক্র ও অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশটিতে শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

গত বছর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ পর্যন্ত এটি তার ক্ষমতাসীন সরকারের সময়ে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড।

গত ফেব্রুয়ারিতে কলম্বোর একটি আদালতে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী গুলিতে এক আসামিকে হত্যা করেছিল, যা দেশের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনার সৃষ্টি করেছিল।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ